পর্যটন নগরী কক্সবাজারে কর্ণফুলী স্টিল মিলস লিমিটেড আয়োজন করল ঈগল এক্সপার্টমিট ২০২৩
গত ১৯-শে আগস্ট পর্যটন নগরী কক্সবাজারে হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত হলো ঈগল এক্সপার্ট মিট ২০২৩। কক্সবাজারসহ আশে পাশের বিভিন্ন জেলা থেকে ৫০০ এরও বেশি ঢেউটিন সংশ্লিষ্ট অভিজ্ঞ মিস্ত্রি অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। সারাদিনব্যাপী এই আয়োজন এর প্রথম অংশে ছিল কর্ণফুলী স্টিল মিলসের ভিডিও প্রদর্শন সহ বিভিন্ন শিক্ষামূলক সেশন এবং দ্বিতীয় অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান র্যাফেল ড্র, বিভিন্ন রকমের খেলাধুলা ও উপহার বিতরণ। অনুষ্ঠানে তারা তাদের কাজের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি কে গ্রুপের সম্মানিত পরিচালক মার্কেটিং জনাব মোঃ মোফাচ্ছেল হক, আরো ছিলেন টি কে গ্রুপের সি এ ও জনাব আলমাস রাইসুল গনি, কর্ণফুলী স্টিলের সিনিয়র জি এম জনাব মোঃ আব্দুল কাদের কারখানা প্রধান জনাব জিয়াউল হক আবেদীন, হেড অফ সেলস জনাব মোঃ নাসির উদ্দিন সহ উর্দ্ধতন কর্মকর্তাগণ। আরো উপস্থিত ছিলেন স্থানীয় ডিলারগণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
Leave a Reply